উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষের ভিড় উপচে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। স্থানীয়রা কেউই মৃতদেহ সনাক্ত করতে পারেনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply