পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এবং পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় ইউথ কমিউনিটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়,এই দিন হুমগড়ের বাঁধপার সহ একাধিক জায়গায় বৃক্ষরোপণ করা হয়, উদ্যোক্তাদের তরফে সৌরভ দাস জানিয়েছেন এই দিন শতাধিক বৃক্ষরোপন করা হয়,শুধু বৃক্ষরোপণ নয় সেই বৃক্ষের পরিচর্যার দায়িত্ব নেওয়া হয়েছে সংগঠনের তরফে, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন হুমগড় বন বিভাগের আধিকারিক মলয় ঘোষ, আমলাশুল বিট অফিসার রাতুল বাবু, শিক্ষক সংকর মহাপাত্র, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় মন্ডল,কল্যাণ কয়লা, অভিষেক মিশ্র, সুমন্ত দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এবং হুমগড় ইউথ কমিউনিটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুমগড়ে বৃক্ষরোপন কর্মসূচি ।

Leave a Reply