পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রামগঞ্জে খুদে পড়ুয়াদের শিক্ষার প্রতি আগ্রহ গড়ে তুলতে এবার উদ্যোগ নিল অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন,শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ওড়গঞ্জ ও ঘোষকিরা এলাকায় খুদে পড়ুয়ারির হাতে তুলে দেওয়া হয় শিক্ষার নানান সামগ্রী,এই দিন পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রতীকি ছবিতে মাল্যদান ও পুষ্পর্পণের মধ্য দিয়ে খুদে পড়ুয়াদের হাতে তুলে দেয়া হয় বই,খাতা,কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী,এই দিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ কুণ্ডু,দিব্যেন্দু সিংহ রায়, পলাশ ঘোষ, শুভাশিস সিনহা,অভীক প্রামাণিক, চিরঞ্জিত রানা,অমর ঘোষ সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।
গ্রামগঞ্জে খুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ গড়ে তুলতে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ওড়গঞ্জ ও ঘোষকিরাতে শিক্ষা সামগ্রী বিতরণ অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের ।

Leave a Reply