পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জনবহুল মোড়ে এক পেট্রোল পাম্পে দাঁড় করানো গাড়ির পিছনের দরজার কাচ ভেঙে টাকা ভর্তি ব্যাগ নিয়ে উধাও হলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ইন্দা পেট্রোল পাম্পে এলাকায়।
অঙ্কিতা শর্মা নামে খড়্গপুরের বাসিন্দা এক মহিলা তার মা ও মেয়েকে নিয়ে ইন্দায় এক নার্সিংহোমে ডাক্তার দেখাতে আসেন। ইন্দা মোড়ে ব্যস্ত রাস্তার পাশে থাকা পেট্রোল পাম্পের এলাকায় একটি এটিএম কাউন্টারের সামনে তিনি নিজের ফোরহুইলারটি পার্ক করেন। ঘন্টা দেড়েক বাদে ফিরে এসে দেখেন গাড়ির পিছনের দরজার কাচ ভাঙ্গা। পিছনের সিটে রাখা ব্যাগ উধাও। ব্যাগে ছিল নগদ পাঁচ হাজার টাকা, মোবাইল, ফ্ল্যাটের চাবি এবং স্কুটির চাবি।
অঙ্কিতা বলেন, প্রায়ই এখানে গাড়ি রেখে যাই। এইরকম ঘটনা ঘটবে ভাবতেও পারছি না। খড়গপুর এখন আর সেফ নয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন লোক রুমালে মুখ বাধা অবস্থায় এসে কাঁধে ঝোলানো ঝোলায় অঙ্কিতার ব্যাগটি নিয়ে চলে যাচ্ছে।
জনবহুল মোড়ে এক পেট্রোল পাম্পে দাঁড় করানো গাড়ির পিছনের দরজার কাচ ভেঙে টাকা ভর্তি ব্যাগ নিয়ে উধাও হলো দুষ্কৃতীরা।

Leave a Reply