বাউরিয়া, নিজস্ব সংবাদদাতা:- পাঁচলায় অটো চালকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা। মৃত্যুর জন্য দায়ী সন্ধেহে এক যুবককে আটকে রেখে মারধর, উদ্ধারে এসে আক্রান্ত পুলিশও। পুলিশের ওপর হামলায় আটক ২৫ জন। রবিবার রাতে বাউরিয়া থেকে রাস্তার ধারে নয়নজুলি থেকে উদ্ধার পাঁচলার বাসিন্দা বছর সাতাশ এর পুষ্পেন্দু রায়, পেশায় অটো চালক। রাণীহাঁটি আলমপুর রুটের অটো চালক হলে কিভাবে বাউরিয়া পৌছালো তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ সন্ধ্যে সাতটা নাগাদ বাড়িতে ফোন করে ফেরার কথা জানালেও এক ঘন্টা পরেই আসে দুসংবাদ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পুষ্পন্দুর। পরিবারে অভিযোগ, দুর্ঘটনা হলে অটোর কোনো ক্ষতি হয়নি কেন? এমনকি অভিযোগ কয়েকদিন আগে অটো স্ট্যান্ডে ব্যাটারি কেনা নিয়ে বচসায় জড়িয়ে পড়েছিল পুষ্পেন্দু, তখন বেশ কয়েকজন তাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলো। পরিবারের দাবি তাঁদের পরিবারের ছেলেকে খুন করা হয়েছে। সোমবার বিকালে স্থানীয় এক যুবককে ধরে হেনস্থা করতে থাকে পুষ্পেন্দুর পরশিরা। ক্লাবে আটকে সেই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। পাঁচলা থানার পুলিশ এসে জনতার হাতে আটক যুবককে উদ্ধার করতে এলে আক্রান্ত হতে হয় পুলিশকেও। এরপরেই বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলা ও আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ গ্রামের ২৫ জনকে আটক করেছে। ইতি মধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুষ্পন্দুর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করে বাউরিয়া ও পাঁচলা থানার পুলিশ।
পাঁচলায় অটো চালকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা, মৃত্যুর জন্য দায়ী সন্ধেহে এক যুবককে আটকে রেখে মারধর, উদ্ধারে এসে আক্রান্ত পুলিশও।

Leave a Reply