
আনন্দনগর, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের অডিট করাতেন এমন একজন কে দিয়ে যিনি নাকি প্রায় ৭ বছর হলো মৃত কিন্তু ঐ মৃত অডিটর অডিট করতেন কাগজে কলমে। এই খবর যখন জানা যায় চারিদিকে একটা দুর্নীতির গন্ধ ছড়িয়ে পড়ে শুধু তাই নয় মিড ডে মিলেও নাকি অনেক কারসাজি আছে । বৃহস্পতিবার DYFI থেকে বিদ্যালয়ের যান ডেপুটেশন দেবার জন্য, কিন্তু ওনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় অনেক টানাপোড়েনের পড় প্রধান শিক্ষক ডেপুটেশন জমা নিতে বাধ্য হন। প্রধান শিক্ষক মিডিয়া কে কোনো প্রতি ক্রিয়া দিতে চান নি।












Leave a Reply