ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা:- কসবা ল-কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সংলগ্ন এলাকা থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় অব্দি এক বিশাল বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। আজ মঙ্গলবার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা পিয়াঙ্কু পান্ডে, কৌস্তভ বাগচী সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিন শান্তিপূর্ণভাবেই শুরু হয় এই বিক্ষোভ মিছিল কিন্তু চিড়িয়া মোড় সংলগ্ন এলাকায় আসবার পড়েই পুলিশ এই মিছিলকে আর এগিয়ে নিয়ে যেতে বাধা দিতে গেলে পুলিশের সাথে বিজেপি কর্মীদের এক বিশাল ধস্তাধস্তি শুরু হয়। রাস্তায় বসে পথ অবরোধ করে স্লোগান দিতে থাকেন বিজেপির নেতাকর্মীরা।
Leave a Reply