রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চলতি বছরে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেবেন তা জানতে মুখিয়ে রয়েছে ঘাসফুল শিবির।সেই দিকে লক্ষ্য করে জনসংযোগ এর মাধ্যমে দলীয় সংগঠন আরো মজবুত করার লক্ষ্যে এবং একুশে জুলাই এর প্রস্তুতি ও যোগদান সভা।সোমবার বিকেলে রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠিপুর গ্রামপঞ্চায়েত মোড়ে অনুষ্ঠিত হয় ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা ও যোগদান সভা।এদিনের সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ-২ ব্লক তৃনমুল সভাপতি ইউসুফ সেখ, মিঠিপুর অঞ্চল তৃনমূল সভাপতি ইমদাদুল হক,সহ উক্ত অঞ্চলের প্রধান ও কর্মীসমর্থক। আগামী একুশে জুলাই শহীদ দিবস পালনের জন্য দলীয় কর্মীদের এখন থেকে প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন মন্ত্রী।এছাড়াও ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিভিন্ন দল থেকে প্রায় তিন শতাধিক বাম,কং, ও বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন। নবাগতদের হাতে ঘাষ ফুলের পতাকা তুলেদেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।
জনসংযোগ এর মাধ্যমে দলীয় সংগঠন আরো মজবুত করার লক্ষ্যে এবং একুশে জুলাই এর প্রস্তুতি ও যোগদান সভা।

Leave a Reply