নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-দীর্ঘ সাত বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবকের খোঁজ পেলেন বাংলাদেশের দিনাজপুর জেলে। নিখোঁজ যুবকের নাম গোলাম মোস্তফা ওরফে নয়ন (২৯)। তার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে। যুবকের সন্ধান পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবার পরিজন। তবে কিভাবে বাংলাদেশের জেল থেকে ছাড়িয়ে ছেলেকে নিয়ে আসবেন ? কোথায় যাবেন ? আইনি প্রক্রিয়া কি রয়েছে কিছুই জানেন না পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে,গোলাম মোস্তফা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও ছ বছরের এক পুত্র সন্তান রয়েছে। দীর্ঘ সাত বছর আগে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চেষ্টা করেও যুবকের সন্ধান পাননি। হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা সেখ আনারুল। ছেলের খোঁজ প্রায়ই ছেড়েই দিয়েছিলেন পরিবার। কয়েকদিন আগে বাংলাদেশের এক স্বেচ্ছাসেবক সংস্থা দক্ষিণ চব্বিশ পরগনার এক সরকারি হোমের সঙ্গে যোগাযোগ করে দিনাজপুর জেলে থাকা ওই যুবকের খোঁজ দেন। তারা আবার ‘মালদা সহযোগিতা সমিতি’ নামে এক স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। যুবকের ছবি ও তথ্য দিয়ে সাহায্য করেন। সেই স্বেচ্ছাসেবক সংস্থা হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা অঞ্চলের গ্রামীণ পুলিস সুবির দাসকে বিষয়টি জানান। রবিবার যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরিবারের লোক ছবি দেখে চিনতে পারেন। সোমবার
তুলসীহাটা অঞ্চলের গ্রামীণ পুলিস সুবির দাস,তুলসীহাটা অঞ্চল ডিআইবি সুমিত রাম ও মহেন্দ্রপুর অঞ্চল ডিআইবি ওয়াহেদুল ইসলাম নিখোঁজ যুবকের বাবার সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়টি জানান। বর্তমানে বাংলা দেশের দিনাজপুর জেলে রয়েছে যুবক। তবে তাকে জেল থেকে মুক্তি করে দেওয়া হয়েছে। যুবককে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে মালদহ জেলা প্রশাসন।
দীর্ঘ সাত বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবকের খোঁজ পেলেন বাংলাদেশের দিনাজপুর জেলে।

Leave a Reply