মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সামসেরগঞ্জের চসকাপুর ও ঘোষপারা এলাকার মাঝামাঝি স্থানে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। জখম আরো দুই। মঙ্গলবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম ইয়ার মোমিন। তার বাড়ি সামসেরগঞ্জ থানার ভবানিবাটি। জখমদের নাম রিংকু শেখ এবং সুরাজ শেখ। জানা গিয়েছে, এদিন নিজ ভাই এবং জামাইদাকে নিয়ে একই বাইক করে সামসেরগঞ্জের খেজুরতলা বিয়ে খেতে যাচ্ছিলেন ইয়ার মোমিন নামে ওই যুবক। সেসময় চসকাপুরের দিক থেকে তেল ভরার জন্য পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল একটি লরি। সেসময় প্রচণ্ড গতিতে বাইকটি চালিয়ে যাওয়ার সময় হঠাত্ই উল্টো রাস্তায় যাওয়ার সময় লরিটি ধাক্কা মারে বাইককে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে তারা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাইক আরোহীদের। যদিও হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইয়ার মোমিনের। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। হঠাৎ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
বাইক নিয়ে বিয়ে খেতে যাওয়ার পথে বাইককে ধাক্কা মারলো লরি, মৃত ১।

Leave a Reply