পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের BJP ও CPI(M) এর ভাঙ্গন, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের ৭ নম্বর অঞ্চলের বোরজামে আদিবাসী ৩০ টি BJP ও CPI(M) র পরিবার তৃণমূলে যোগদান করেন, এমনটাই দাবি তৃণমূলের,এই দিন চন্দ্রকোনারোড তৃণমূল দলীয় কার্যালয়ে অর্থাৎ ব্লক তৃণমূল দলীয় কার্যালয় ভবনে নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চলের একাধিক নেতাকর্মীরা।
BJP ও CPI(M) র ভাঙ্গন,BJP ও CPI(M) থেকে তৃণমূলে যোগদান ৩০ টি পরিবারের।

Leave a Reply