পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলাদেশী সন্দেহে গত ২৬ শে জুন থেকে বন্দী রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার শেখ হানিফ আলী উড়িষ্যার কটক জেলার অন্তর্গত বারাঙ্গা থানায়। উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। শেখ হানিফ আলীকে কে বাড়িতে ফিরিয়ে আনতে ভাই শেখ রিয়াজ আলী আবেদন জানিয়েছেন লোকাল থানায়,জেলা পুলিশ সুপার সহ রাজ্যের চিফ সেক্রেটারির কাছে। পরিবারের দাবি হানিফ আলীর আধার কার্ড,ভোটের কার্ড,রেশন কার্ড বর্তমান থাকা সত্ত্বেও বারাঙ্গা থানা তাকে বাংলাদেশি সন্দেহে আটক করেছেন।জানা গিয়েছে চন্দ্রকোনার বেড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা শেখ হানিফ আলী কাঠের কাজে উড়িষ্যার কটক জেলায় কর্মরত পরিযায়ী শ্রমিক। অভিযোগ কটক জেলার অন্তর্গত বারাঙ্গা থানা বাংলাদেশী সন্দেহে তাকে আটক করে রাখা হয়েছে। শেখ হানিফ আলীর পরিবার চাইছেন রাজ্য সরকারের হস্তক্ষেপে তাদের ছেলে বাড়িতে ফিরে আসুক।
বাংলাদেশী সন্দেহে ২৬ শে জুন উড়িষ্যার বারাঙ্গা থানায় আটক চন্দ্রকোনার শেখ হানিফ আলী,উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবার।

Leave a Reply