সামশেরগঞ্জ ডাকবাংলা ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগ : বিনামূল্যে চিকিৎসা শিবির।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সড়কপথের সুরক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি এবার সমাজসেবামূলক উদ্যোগেও নজর কাড়লো সামশেরগঞ্জ ট্রাফিক গার্ড পুলিশ। বুধবার এক ব্যতিক্রমী মানবিক কর্মসূচির সাক্ষী রইলো সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা সংলগ্ন অঞ্চল। জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বাংলো প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবির।

এই শিবিরের মূল লক্ষ্য ছিল— দীর্ঘদিন ধরে রাস্তায় কাজ করা চালক ও পথচলতি সাধারণ মানুষদের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। ট্রাফিক গার্ড পুলিশের এই উদ্যোগে শিবিরে অংশ নেন চিকিৎসা জগতের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক, যাঁরা উপস্থিত সকলের শারীরিক পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ ও পরামর্শ প্রদান করেন।

চিকিৎসা শিবিরটি উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া। উপস্থিত ছিলেন ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশের ইনচার্জ প্রণব কুমার রায়, সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *