নিজস্ব সংবাদদাতা, মালদা: একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার ভরা মঞ্চে বর্ষিয়ান তৃণমূল নেতা তথা বিধায়ককে থাপড়ানোর হুমকি। তেরে এলেন বিধায়কের দিকে। হুমকি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিষ কুন্ডুর। আঙুল নামিয়ে কথা বলুন পাল্টা তৃণমূলের মুখপাত্র কে হুঁশিয়ারি বিধায়ক সমর মুখার্জির। আজ মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে একুশে জুলাই এর এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল মালদা কলেজ অডিটোরিয়ামে। যেখানে রাজ্যের মন্ত্রী থেকে একাধিক বিধায়ক এবং তৃণমূলের সর্বস্তরের নেতারা উপস্থিত ছিল। আর এই ভরা মঞ্চেই রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় কে এমনই হুমকি দেন তৃনমূল কংগ্রেস জেলার মুখপাত্র আশিস কুন্ডুর। এই বিষয়ে আশীষ কুন্ডু সংবাদ মাধ্যমে কোন মন্তব্য না করলেও সমর মুখার্জি জানান আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি।
এদিকে এই বিষয়ে জেলা শীর্ষ নেতৃত্বে কিছু না বললেও তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু বলেন একজন প্রবীণ বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শ্রদ্ধা করেন তাকে প্রকাশ্যে এই ধরনের কথা বলা কখনোই কাম্য নয়।
অন্যদিকে এই বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি। তিনি বলেন এটা তৃণমূলের সংস্কৃতি নতুন কিছুই নয়।
Leave a Reply