আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : চিতাবাঘের হানায় গুরুতর আহত মহিলা চা শ্রমিক। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া চা বাগানের ঘটনা আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
চুয়াপাড়া চা বাগানের শ্রমিক দীপমালা বানিয়া বাগানের 23 নং সেকশনে কাজ করছিল। আচমাকা চা বাগানের নালা থেকে একটি চিতাবাঘ তার উপর ঝাপিয়ে পড়ে এবং দীপমালা শরীরে বিভিন্ন জায়গায় থাবা বসায়। পরবর্তীতে চিতাবাঘ এলাকা থেকে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে আছে শ্রমিকরা।
Leave a Reply