পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেছে শোকের ছায়া নেমে এলো গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের পরিমল কানন পার্কের সামনে চন্দ্রকোনারোড ঘাটাল গামী রাজ্য সড়কে, জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর মণ্ডল,বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর,বাড়ি নবকোলা এলাকায়, জানা গিয়েছে এই দিন সকালে মোটরবাইকে করে চন্দ্রকোনারোডে আসার সময় ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে গুরুতর আহত হয় ওই ব্যক্তি,এরপর তাকে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ।
পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেছে শোকের ছায়া চন্দ্রকোণারোডে।

Leave a Reply