আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। শুক্রবার গভীর রাতে ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায় হানা দেয় বুনো হাতি।হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় চারটি বাড়ি সহ বিভিন্ন জমির ফসল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে তিনটি হাতি হানা দেয় ওই এলাকায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় কাজী দুলাল ইসলামের শোবার ঘর,হাফিজুল ইসলামের গোয়াল ঘর,মোমিন আলীর রান্নাঘর ও শোবার ঘর এবং আমিনা বেগমের রান্না ঘর।পাশাপাশি মজিবুল ইসলামের আধ বিঘা পটলের জাঙলা এবং মোমিন আলীর প্রায় আড়াই বিঘা জমির ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত করে হাতি।হাতির হানায় ঘরের দেওয়াল ভেঙে সামান্য চোট পায় কাজী দুলাল ইসলামে স্ত্রী ও কন্যা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলি আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন।
ফের হাতির হানা ফালাকাটা ব্লকে।

Leave a Reply