নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বুড়াবুড়ি তলা কুন্ডু বাড়ির রথ এখন সার্বজনীন রথ যাত্রায় রূপান্তরিত হয়েছে। সোজা রথে বুড়াবুড়ি তলা মৃত্যুঞ্জয় কুন্ডুর বাড়ি থেকে রথটি বের হয়ে ঘোরাপীর মোড় দিয়ে চার্চপল্লী সরকার পরিবারে মাসির বাড়ি জগন্নাথ দেবের রথ রাখা হয়। সাত দিন মাসির বাড়ি থাকার পর অবশেষে আজ উল্টো রথে সেখান থেকে আবার ভক্তরা জগন্নাথ দেবের রথের দড়ি টেনে পুনরায় বুড়াবুড়িতলা মৃত্যুঞ্জয় কুন্ডুর বাড়িতে নিয়ে আসে। তারপর সেখানে হাজারো ভক্তের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা যুব নেতা সৌমিত্র সরকার, সমাজসেবী রামপ্রসাদ ঘোষ, ভোদোল ঘোষ সহ বিশিষ্ট অতিথিবর্গ ও অসংখ্য ভক্তবৃন্দরা।
বুড়াবুড়ি তলা কুন্ডু বাড়ির রথ এখন সার্বজনীন রথ যাত্রায় রূপান্তরিত হয়েছে।

Leave a Reply