আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রাস্তার মাঝে মহিলাদের হাতে হাত তুলছেন তৃণমূল নেতা! তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল এই অভিযোগ। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মারধরের ওই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগরের এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি।আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জননগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ওই ভিডিয়োটি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ এবং পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন ওই ভিডিয়ো। ইতিমধ্যেই ফালাকাটা থানায় এফআইআর দায়ের হয়েছে অসিত কর বিরুদ্ধে।বিষয়টি নিয়ে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, এটা ন্যক্কারজনক ঘটনা। এদিক ফালাকাটার রাজনীতিতে ফের একবার উত্তেজনার পারদ চড়িয়েছে এই ঘটনা।
রাস্তার মাঝে মহিলাদের গায়ে হাত তুলছেন তৃণমূল নেতা! ভিডিয়ো রীতিমতো ভাইরাল।

Leave a Reply