নিজস্ব সংবাদদাতা, মালদা—শনিবার মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলে মহাধুমধামে শুরু হল উল্টো রথযাত্রা। রথে চেপে মাসির বাড়ি থেকে নিজগৃহে ফিরলেন প্রভু জগন্নাথ সহ দাদা বলরাম ও বোন সুভদ্রা। সোজা রথের মতো উল্টো রথযাত্রাকেও ঘিরেও মহা ধুমধামের ছবি নজরে আসে। গত কয়েক বছরের মতো এবারও মথুরাপুর সার্বজনীন রথযাত্রা মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হয়। নিয়ম মেনে মথুরাপুর ত্রিনয়নী ক্লাব থেকে মথুরাপুর জগন্নাথ মন্দির থেকে পৃথক পৃথক রথে চেপে প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রা নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এই উপলক্ষে অসংখ্য ভক্তের ঢল নামে। সকলেই মোক্ষলাভের আশায় জয় জগন্নাথ বলে রথের রশি ধরে টান দেন। এই উপলক্ষে হরিনামে মুখরিত হয়ে ওঠে মালদা শহরের বিভিন্ন রাজপথ।
শনিবার মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলে মহাধুমধামে শুরু হল উল্টো রথযাত্রা।

Leave a Reply