উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২১ শে জুলাই কে সামনে রেখে প্রচারে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের সোলপাড়া এলাকায় গোয়াগাঁও ২ নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক সুবিশাল মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মনি, গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ আলাউদ্দিন, ব্লক সভাপতি আহমেদ রেজা, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি জয়নুল হক সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা। এদিন গোয়াগাঁও বাস স্ট্যান্ড থেকে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি রাজ্য সড়ক হয়ে গোয়াগাঁও বাজার পরিক্রমা করার পরে সমাপ্ত করা হয়। এবার ২১ শে জুলাই কর্মসূচিতে রেকড সংখ্যক কর্মীরা গোয়ালপোখর থেকে ২১ জুলাই কর্মসূচিতে যাবেন বলে দাবি নেতৃত্বরা।
২১ শে জুলাই কে সামনে রেখে প্রচারে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply