আমন ধান রোপণের প্রাক্কালে হিলির কুঞ্জডুঙ্গীতে সাবমারসিবল পেলো এলাকার চাষীরা! বিধায়কের কাজে খুশি কৃষকরা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  আজ বেলা একটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ৪ নং বিনশীরা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জডুঙ্গি সংসদে বিধায়ক তহবিলের অর্থে নির্মিত সাব মার্সিবল পাম্পের উদ্বোধন করলেন, বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী । এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট ২নং মন্ডল সভাপতি তাপস সরকার, জেলা বিজেপি সহ সভাপতি জয়ন্ত প্রামাণিক, গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তরের কর্মী সমর্থক ও স্থানীয় কৃষকরা। বর্ষার প্রাক মুহূর্তে সাবমারসিবল পাওয়াই খুশি পিওরের কুঞ্জ টুডুঙ্গী এলাকার কৃষকরা। এতে করে তারা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *