উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:– উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হল উল্টো রথযাত্রা উৎসব।শনিবার করনদীঘি,টুঙ্গিদীঘি ও রসাখোয়াতে উল্টোরথ আয়োজিত হয়।এখানকার সবচাইতে বড় শোভাযাত্রা আয়োজিত হয় টুঙ্গিদীঘি ইসকনের উদ্যোগে।এদিন সারাদিন ব্যপী বিধি পালন করেন ইসকন ভক্তরা।বিকালে স্থানীয় দুর্গামন্দির থেকে শোভাযাত্রা বের হয়।এই শোভাযাত্রা বিহিনগর হয়ে তিতপুকুর ইসকন মন্দিরে সমাপন হয়।ইসকনের স্বামিজী জানিয়েছেন,প্রভু জগন্নাথদেব,বলরাম ও সুভদ্রামা রথে উপবিষ্ট থাকেন।এই রথের দড়ি টানলে আর পূর্নজন্ম হবেনা।সকলের মঙ্গল কামনাতে উল্টো রথযাত্রা আয়োজিত হচ্ছে।করনদীঘি থানার পিছলা থেকে উল্টোরথের শোভাযাত্রা বেরোয়।এই যাত্রা করনদীঘি উচ্চবিদ্যালয় ময়দান হয়ে পুনরায় পিছলাতে সমাপন হয়।করনদীঘি থানার রসাখোয়াতে এদিন উল্টোরথ আয়োজিত হয়।প্রচুর মানুষেরা এই শোভাযাত্রাগুলিতে পা মেলান ও রথের দড়ি টানেন।
উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হল উল্টো রথযাত্রা উৎসব।

Leave a Reply