পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- লরি ও মাছ বোঝায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে রইল মাছ,কিন্তু সেই মাছ না কুড়িয়ে চালককে উদ্ধার করতে তৎপর হতে দেখা গেল স্থানীয় সাধারণ মানুষকে,এইরকমই এক মানবতার ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ধাদিকা এলাকায়, সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে বিষ্ণুপুর থেকে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান গড়বেতার দিকে আসার সময় ধাদিকা ব্রিজের সামনে উল্টো দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়,এই ঘটনায় পিকআপ ভ্যানে বোঝাই থাকা মাছ ৬০নম্বর জাতীয় সড়কের উপর ছড়িয়ে পড়ে, কিন্তু স্থানীয় সাধারণ মানুষ সেই মাছ না কুড়িয়ে পিকআপ ভ্যানে আটকে থাকা চালককে উদ্ধার করতে তৎপর হতে দেখা গেল, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে আহত ওই চালককে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে, অন্যদিকে এই ঘটনায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
লরি ও মাছ বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছড়িয়ে ছিটিয়ে রইল মাছ,মাছ না কুড়িয়ে চালককে উদ্ধার করতে তৎপর সাধারণ মানুষ,মানবতার পরিচয় পাওয়া গেল গড়বেতার ধাদিকাতে।

Leave a Reply