পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একাধিক দাবি নিয়ে বুধবার সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম সংগঠন, সেই মতো এই দিন সকাল থেকে ধর্মঘট সফল করতে রাস্তায় নেমে পড়েছে বাম সংগঠনের নেতৃত্ব, কার্যত মিছিল করে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বাম সংগঠনের নেতাকর্মীরা, অন্যদিকে একাধিক এলাকায় ধর্মঘট ব্যর্থ করতে পথে নেমেছে শাসক দল , পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বৃষ্টির মাঝে ধর্মঘট সফল করতে মিছিল করে বাম সংগঠনের নেতাকর্মীরা, এই দিন কার্যত রাস্তা অবরোধ করতে দেখা যায় বাম সংগঠনের নেতাকর্মীরা, পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
একাধিক দাবি নিয়ে বাম সংগঠনের ঢাকা ধর্মঘটক সফল করতে চন্দ্রকোনারোডের রাস্তায় নামলো বাম সংগঠনের নেতৃত্ব ।

Leave a Reply