আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়ার ব্লকের দলমোর চা বাগানের ১৪ নম্বর সেকশনে চিতাবাঘের দেহ দেখতে পান চা শ্রমিকরা। খবর দেওয়া হয় বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বন কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে বন কর্মীরা। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। এবিষয়ে দলগাঁও রেঞ্জের রেঞ্জ অফিসার ধনঞ্জয় রায় বলেন, “দলমোর চা বাগান থেকে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply