উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রায় ৪২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বুধবার নিজের বাড়িতে ফিরে এসেছে ইসলামপুরের ছঘরিয়া এলাকার কিশোর সামসাদ আলম। কলকাতায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবীন্দ্রনগর থানা এলাকায় একটি জিন্স ওয়াস কারখানায় মোবাইল চুরির অভিযোগে তাকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার পর থেকেই সামসাদ নিখোঁজ ছিল।
সামসাদের পরিবার তার সন্ধানে বিভিন্ন আন্দোলন ও প্রচেষ্টায় অংশ নিয়েছিল। অবশেষে তাকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে, সামসাদ কীভাবে বাড়ি ফিরেছে এবং এই ৪২ দিন সে কোথায় ছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এদিন সামসাদের বাড়ি ফেরার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে গেছে।
প্রায় ৪২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বুধবার নিজের বাড়িতে ফিরে এসেছে ইসলামপুরের ছঘরিয়া এলাকার কিশোর সামসাদ আলম।

Leave a Reply