আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটার কুঞ্জনগর কাণ্ডের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে। বৃহস্পতিবার ফালাকাটা থানা ঘেরাও কর্মসূচিতে শতাধিক দলীয় নেতা-কর্মী উপস্থিত হন। উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক দীপক বর্মন, সাংসদ মনোজ টিগ্গা, জেলা সভাপতি মিঠু দাস সহ অন্যরা।এদিন শহরের রাজপথে মিছিল করে তাঁরা থানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে থানার সামনে রাস্তায় বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার ফালাকাটা থানা ঘেরাও কর্মসূচিতে শতাধিক দলীয় নেতা-কর্মী উপস্থিত হন।

Leave a Reply