মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ে ভুল প্রশ্ন পত্রে সই থাকা দুইজনকে দেওয়া হলো অব্যাহতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের (ষষ্ঠ সেমিস্টারের) ইতিহাস পরীক্ষায় প্রশ্ন ‘ভুল’-এর ঘটনায় ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান (বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) এবং মডারেশন বোর্ডের যে মেম্বারের (একটি কলেজের অধ্যাপক) সই ছিল তাঁদের দু’জনকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। জানালেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। সেইসঙ্গে তিনি এও জানান, “এই অনিচ্ছাকৃত ভুল বা অসাবধানতা জনিত ত্রুটির কারণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত ও আহত।” উপাচার্য বলেন, “টাইপোগ্রাফিক্যাল ভুল বা প্রিন্টিং মিসটেকের জন্য তাঁদের সরিয়ে দিচ্ছি।”
উপাচার্য বলেন, “সারা দেশের মানুষের কাছে বিশেষ করে দেশপ্রেমী মানুষের কাছে আমাদের এটাই বার্তা। কেউ আহত হয়ে থাকেন তার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দুঃখিত, ক্ষমাপ্রার্থী।” এদিন সকাল ১১টা থেকে
ইতিহাস সহ সমস্ত বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে প্রায় দুঘন্টা বৈঠক করেন উপাচার্য। পরীক্ষা নিয়ামক এবং ইউজিসি বোর্ড অফ চেয়ারম্যান এর থেকে রিপোর্ট চাওয়া হয়। তাদের রিপোর্ট হাতে আসার পরেই দুজনকে সরিয়ে দেওয়া তাদের মধ্যে একজন বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক এবং অন্য জন কলেজের অধ্যাপক রয়েছেন, তাদের অব্যাহতি দেওয়ার পর সিনিয়র দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে আগামীদিনে কলোনিয়াল বা ঔপনিবেশিক শব্দ যাতে ব্যবহার না হয় বা পড়ুয়ারা সেই সমস্ত শব্দ না পড়েন, সেভাবেই সিলেবাস তৈরির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের বৈঠকে।

প্রয়োজনে এই সমস্ত শব্দ যে সমস্ত বই বা রেফারেন্স বইতে ব্যবহৃত হয়েছে সেই সমস্ত বইগুলিও পরিহার করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপাচার্য বলেন, “ইতিহাসের এই প্রশ্নপত্র তৈরীর সংক্রান্ত বিষয়ে ত্রুটি লক্ষ্য করেছি। ইউজি থার্ড ইয়ার ইতিহাস অনার্স এর ইংরেজি শব্দে বঙ্গানুবাদে মিসটেক হয়েছে। তাতে শব্দ ড্রপ হয়েছে। ওই প্রশ্নের উত্তর নিয়ে পরীক্ষা নিয়ামক পরিবর্তী সিদ্ধান্ত নেবেন। রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী, কন্ট্রোলার বিপ্লব চক্রবর্ত্তী, ফ্যাকালোটি অফ আর্টস এন্ড কমার্স এর ডিন অরিন্দম গুপ্ত হাজির ছিলেন সাংবাদিক বৈঠকে। উপাচার্য বলেন, “ছাত্রছাত্রী সমাজের কাছে, বিশেষত মেদিনীপুরের মতো জেলা যেখানে দেশে স্বাধীনতা ইতিহাস জড়িত বিপ্লবীদের সাথে জড়িত যারা শহীদ হয়েছেন বিপ্লবীদের প্রসঙ্গ ছিল ত্রুটি বা ভুলকে সাধারণ ত্রুটি হিসেবে মনে করছি না। এই ভুলকে অধিকতর গুরুত্ব দিয়ে দেখেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *