আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ২১ জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতির তোড়জোড়। সেই প্রস্তুতিরই অঙ্গ হিসেবে শুক্রবার ফালাকাটা টাউন ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শহর ফালাকাটায় অনুষ্ঠিত হল এক জোরদার মিছিল। এদিনের ওই মিছিলে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূলের সভাপতি সমীর ঘোষ, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে সহ একাধিক তৃণমূল কর্মী-সমর্থক। এদিন মিছিলটি শুরু হয় ফালাকাটা কমিউনিটি থেকে। এরপর শহরের পথ ধরে একে একে বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। ওই মিছিলের উপস্থিত কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মিছিল শেষে ফালাকাটা ট্রাফিক মোড়ে পথসভা করা হয়।
২১ জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতির তোড়জোড়।

Leave a Reply