আলহেরা একাডেমির উদ্যোগে শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল প্রায় ৩০ জন শিশু।

সামশেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা :– শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রেও সমাজের প্রতি মানবিক ভূমিকা পালন করছে আলহেরা একাডেমি। সেই লক্ষ্যেই রবিবার সকালে সামশেরগঞ্জের কাঞ্চনতলার পূর্ব রতনপুর ডাক্তারপাড়ায় অবস্থিত আলহেরা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প।

এই মেডিকেল ক্যাম্পে মূলত এলাকার শিশুদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। প্রায় ৩০ জন শিশু বিভিন্ন ধরনের স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করে। রতনপুর ডাক্তারপাড়ার ছেলে MBBS অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার শরিফুল ইসলাম পরিষেবা প্রদান করেন। শিশুদের জ্বর, পেটের সমস্যা, চর্মরোগ, পুষ্টিহীনতা সহ নানা সাধারণ শারীরিক সমস্যা নিয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পান অভিভাবকেরা।

আলহেরা একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল কাফি বলেন, “আমরা সবসময় চেষ্টা করি যাতে শিক্ষা ও সমাজসেবাকে একসাথে এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু পড়ানো নয়, আমাদের দায়িত্ব সমাজের প্রতি—সেই ভাবনা থেকেই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন। আগামী দিনেও আমরা এই ধরনের পরিষেবা চালিয়ে যাব।”

তিনি আরও জানান, ভবিষ্যতে শুধুমাত্র শিশু নয়, সব বয়সের মানুষের জন্যও ফ্রি হেলথ চেক-আপ ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে একাডেমির।

এই উদ্যোগকে ঘিরে এলাকার মানুষ যথেষ্ট খুশি। স্থানীয় বাসিন্দারা বলেন, “এই ধরনের মানবিক উদ্যোগ আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই উপকারি। গ্রামের শিশুদের সঠিক চিকিৎসা পাওয়া অনেক সময় সম্ভব হয় না। আলহেরা একাডেমির এই ক্যাম্প আমাদের কাছে আশীর্বাদস্বরূপ।”

সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ থেকেই শিক্ষা প্রতিষ্ঠান যখন এই ধরনের উদ্যোগ গ্রহণ করে, তখন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে—এটাই প্রমাণ করলো আলহেরা একাডেমির ফ্রি মেডিকেল ক্যাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *