রক্তার্পনের মধ্য দিয়ে সামাজিক বার্তা ও কৃতিদের সম্বর্ধনা প্রদান।

 

বিধাননগর, নিজস্ব সংবাদদাতা:-  এলাকার কৃতিদের সম্বর্ধনা প্রদান সহ, মহিলাদের স্বনির্ভর করতে সেলাই মেশিন বিতরণ সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি হয়ে গেল বিধাননগরের GD ব্লকে। স্থানীয় জনপ্রতিনিধি রাজেশ চিমিমার এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, চশমা বিতরণ, মৃতদেহ সংরক্ষনের জন্য ফ্রিজার সাধারণ মানুষের জন্য উন্মোচন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস। ছিলেন রাজারহাট নিউটাউনে বিধায়ক তাপস চ্যাটার্জি, মেয়র পরিষদ সদস্য অরিত্রিকা ভট্টাচার্য্য, শেহনাজ আলী মন্ডল ডাম্পি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে প্রায় 300 শতাধিক মানুষ এই মহতী উদ্যোগে শামিল হলো। পুরুষ রক্ত দাতাদের সাথে মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজরকাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *