বক্কেশ্বর-বীরভূম, নিজস্ব সংবাদদাতা;- শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে রাত দুটো থেকে বক্কেশ্বর শিব মন্দিরের গর্ভ গৃহ খুলে দেওয়া হবে ভক্তদের জন্য।।। শ্রাবণ মাস এক পবিত্র মাস হিন্দু ধর্মাবলী মানুষের কাছে বিশেষ করে শিব ভক্তদের কাছে। কারণ শ্রাবণ মাস হচ্ছে বাবা শিবের মাস। আর এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢেলে ও পূজা অর্চনা করে পূর্ণ ও মোক্ষ লাভ করেন শিব ভক্তরা। সেই জন্য রাজ্যের বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি বীরভূমের সতীপীঠ বক্কেশ্বর এ বাবা বক্রনাথের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার পুণ্যার্থী বক্কেশ্বর এ ভীর জমান। সেই উপলক্ষে বক্কেশ্বর মন্দির ও সেবায়েত কমিটির পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে বক্কেশ্বরে আগত শিব ভক্তদের জন্য। এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে। শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। শ্রাবণ মাসের প্রতিটা দিনই বক্কেশ্বর এ ভিড় থাকলেও সোমবার গুলিতে বক্কেশ্বর তীর্থক্ষেত্র মিলন ক্ষেত্রে রূপ নেই।তাই ভক্তদের কথা মাথায় রেখে শ্রাবণের প্রতিটি সোমবারেই রাত দুটো থেকে বক্কেশ্বর মন্দিরের গর্ভ গৃহ শিব ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শ্রাবণ মাসের সোমবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পুণ্যার্থীদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। স্বভাবতই শ্রাবণ মাস কে কেন্দ্র করে সেজে উঠছে বক্কেশ্বর সতীপীঠ।
শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে রাত দুটো থেকে বক্কেশ্বর শিব মন্দিরের গর্ভ গৃহ খুলে দেওয়া হবে ভক্তদের জন্য।।।

Leave a Reply