পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১শে জুলাই তৃণমূলের শহীদ সভাকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে ব্লক INTTUC সেলের ডাকে মিছিল ও পথসভা করা হয়, এই দিন এই মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন, এইদিন গোটা শহর মিছিল পরিক্রমা করার পর শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয় এই প্রস্তুতি কর্মসূচি, এই দিন এই প্রস্তুতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,জেলা INTTUC সেলের সভাপতি গোপাল খাটুয়া, ব্লক INTTUC সেলের সভাপতি দেব কুমার দে, সুশান্ত সিংহ সহ অন্যান্য ব্লক ও অঞ্চলের নেতা কর্মীরা।
২১শে জুলাইকে সামনে রেখে চন্দ্রকোনারোডে মিছিল ও পথসভা করল INTTUC

Leave a Reply