রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ | নিজস্ব সংবাদদাতা :- বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী ও বাঙালিদের উপর লাগাতার জুলুম ও অত্যাচারের প্রতিবাদে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভাষা আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়। নানুর দিবস উপলক্ষে এই প্রতিবাদী সমাবেশ থেকে গর্জে উঠলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।
এই সভা থেকে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, “বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের গর্ব। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর যেভাবে বিদ্বেষমূলক আক্রমণ ও হেনস্তা করা হচ্ছে, তা আর মেনে নেওয়া হবে না। গোটা বাংলা একসাথে দাঁড়াবে ভাষা ও সংস্কৃতির স্বার্থে।”
সভায় উপস্থিত ছিলেন জেলার তৃণমূল নেতৃত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও বহু ভাষাপ্রেমী মানুষ। সমাবেশে ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার জন্য রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন নেতারা।
অনুষ্ঠানের শেষে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, “বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার এই লড়াই চলবে মাটি ও মানুষের শক্তিকে সঙ্গে নিয়ে।”
Leave a Reply