উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জে।মঙ্গলবার এই চুরির ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের দুবরাগছ গ্রামে।
জানা গিয়েছে, বাড়ির গৃহকর্তা নয়ন বর্মনের স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় তাকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার স্ত্রীকে ভর্তি করার পর মঙ্গলবার সকাল নটা নাগাদ নয়নবাবু শিলিগুড়ি হাসপাতালে স্ত্রীর খোঁজখবর নিতে রওনা দেন। বিকেল তিনটে নাগাদ তিনি বাড়ি ফিরে দেখেন, বাড়ির মূল ঘরের প্রধান গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকে দেখেন, ঘরে থাকা সমস্ত জিনিসপত্র তছনছ করা হয়েছে।
গৃহকর্তার দাবি, চোরের দল আলমারির ভিতর থেকে নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা, কয়েক ভরি সোনা ও রুপোর গয়না চুরি করে নিয়ে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাজগঞ্জ থানায়। ঘটনার পর পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
নয়নবাবু আরও জানান, আমি সিকিমে শ্রমিকের কাজ করি। স্ত্রীর চিকিৎসার খরচের জন্য টাকা ঘরে রেখেছিলাম। সেই সমস্ত টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেল চোরেরা। এখন স্ত্রীর চিকিৎসা কীভাবে করাবো বুঝতে পারছি না।
Leave a Reply