নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদার কালিয়াচকের বিপুল অংকের জালনোট সহ দুই মহিলা ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই মহিলার মধ্যে একজনের নাম মমতাজ বিবি। বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় এবং অপরজনের নাম জেসমিন খাতুন। বাড়ি মোথাবাড়ি এলাকায়। মঙ্গলবার রাতে তারা কালিয়াচক থানার দুলালটোলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানা এবং গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাপত থেকে উদ্ধার হয় প্রায় চার লক্ষ টাকার জালনোট। তবে ধৃতরা বিপুল অংকের জালনোট কোথায় পেল? কোথায় পাচার করতে যাচ্ছিল? এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তাই উত্তর পেতে বুধবার ধৃতদের পুলিশি হেপাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গেছে।
কালিয়াচকে চার লক্ষ টাকার জালনোট সহ দুই মহিলা গ্রেফতার।

Leave a Reply