বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষের প্রতিবাদে চাঁচলে তৃণমূলের মহামিছিল ও পথসভা।

নিজস্ব সংবাদদাতা, মালদা,২৯ জুলাই : মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর বিজেপির অমানবিক অত্যাচার ও বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল মহা মিছিল ও পথসভার আয়োজন করা হয় চাঁচল এলাকায় । উক্ত মহা মিছিল শুরু হয় মালদার চাঁচল হাট ময়দান থেকে। বাংলা ভাষা আন্দোলনের প্রতিবাদে মালদার চাঁচল হাট ময়দান থেকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মিছিল চাচোল এলাকা পরিক্রমার পর একটি পথসভার আয়োজন করা হয় চাঁচলের এলআইসি মোড়ে। এই পথসভার মধ্য দিয়ে বাঙালি বিদ্বেষের বিরোধিতায় ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে গর্জে উঠেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
অভা থেকে জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী বলেন, বিরোধী দলনেতার মা-বাপ ও তিনি নিজেই রোহিঙ্গা তাই সবার আগে বাংলার মানুষ লাথ মেরে তাদের বাংলাদেশে তাড়াবে এছাড়া গ্রামে গ্রামে বিজেপিকে সমাজচূত করে গ্রাম থেকে মেরে তাড়ানোর হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন আন্দোলনে মুখরিত করতে ক্ষুদিরাম যেমন বোমা হাতে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন বাংলার প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সৈনিক রাও সেই রকমই বোমা হাতে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই এ নামতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *