দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট হাসপাতালে ভুল ইঞ্জেকশন এর ফলে রোগীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তকারী দল এসেছে স্বাস্থ্য ভবন থেকে। আজ স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দলের সাথে হাসপাতালে আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্যই এই প্রতিনিধি দলের আগমন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। বুধবার বেলা ১২:৩০ টা থেকে হাসপাতালে সমস্ত নার্সিং স্টাফ ও হেলথ এর কাজের সাথে সরাসরি যুক্ত স্টাফদের নিয়ে মিটিং করার কথা। এই মিটিং করতে আসার পথেই তাদের পথ আটকে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির এই বিক্ষোভে নেতৃত্ব দেন শহর মণ্ডলের সভাপতি সমীর প্রসাদ দত্ত।
বালুরঘাট হাসপাতালে ভুল ইঞ্জেকশন কাণ্ডে তদন্তে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল, পথে বিক্ষোভ বিজেপির।

Leave a Reply