মথুরাপুর, নিজস্ব সংবাদদাতা:- ভয় পাবেন না, হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের আশ্বস্থ করলেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হরিয়ানার গুঁরগাওতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। সেখানে ছিলেন বাপী হালদার, মমতা বালা ঠাকুর, শর্মিলা সরকার, প্রতিমা মন্ডল ও প্রকাশ চিক বড়াইক।
সেখানে গিয়ে তাঁরা মূলত দিদির বার্তা পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছে দেন। তাঁরা জানান, আপনারা ভয় পাবেন না। বাংলার নেত্রী আপনাদের পাশে আছেন। বাংলা জানে কিভাবে আন্দোলন করতে হয়। এছাড়াও পরিযায়ী শ্রমিকরা যদি মনে করে তাহলে পশ্চিমবঙ্গে ফিরতে পারে বলে জানিয়েছেন। সেক্ষেত্রে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কাজ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলার পর বাংলা ও বাঙালিদের উপর নির্যাতন নিয়ে সরব হন মথুরাপুরের সাংসদ বাপী হালদার। তিনি জানিয়েছেন, অবৈধ ভাবে যারা ভারতে প্রবেশ করেছে। তাঁরা তাদের বিরুদ্ধে। কিন্তু এই বলে নিরীহ বাংলাভাষীদের উপর অত্যাচার করা হবে তাঁরা তা মানবেন না। বাঙলা বললেই বাংলাদেশী বলা হচ্ছে। এর প্রতিবাদ করেছেন তিনি। আগামীদিনে এর বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন হবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply