নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদা শহরের রথবাড়ি মোড় থেকে বুলবুলচন্ডী রুটে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য অবৈধ অটো। তাই সেই সমস্ত অবৈধ অটো চলাচল বন্ধের দাবীতে সরব হলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পরিচালিত ডিজেল অটো ইউনিয়নের সদস্যরা। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা সকলেই মিলিত হয়ে দ্বারস্থ হলেন মালদা জেলা প্রশাসনের।তাদের নিজেদের দাবী সনদ পেশ করলেন জেলা পরিবহণ দপ্তরের আধিকারিকের নিকট। এদিনেরে এই আন্দোলনে নেতৃত্ব দিলেন আইএনটিটিইউসির ইংরেজবাজার শহর সভাপতি অম্বরিশ চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, মালদা জেলা ডিজেল চালিত অটো ইউনিয়নের সদস্যরা বৈধ রুট পারমিট এবং রোড ট্যাক্স নিয়ে মালদা শহরের রথবাড়ি থেকে বুলবুলচন্ডী পর্যন্ত প্রায় ৩০০ অটো চালচল করে। কিন্তু ইদানীংকালে সেই রুটেই অসংখ্য অবৈধ অটো দাপিয়ে বেড়াচ্ছে। বৈধ অটো চালকদের রাস্তায় নানাভাবে হেনস্তা করা হচ্ছে। অথচ পুলিশ অবৈধ অটোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এর সুরাহা চাইতেই আজ তারা জেলা পরিবহণ দপ্তরের আধিকারিকের কাছে এসেছেন অবৈধ অটো চলাচল বন্ধের দাবী জানাতে।
মালদায় অবৈধ অটো দাপটে ক্ষুব্ধ বৈধ চালকরা।

Leave a Reply