ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জয়, চন্ডীতলা থানায় বীরত্বের সংবর্ধনা।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- চন্ডীতলা থানার অন্তর্গত বেগমপুর এবং পাঁচঘড়া গ্রামের মেঘলা দাস, পার্থ সারথি ভর এবং দেবস্মিতা দে এরা তিনজনেই ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার্স কাপ যা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ২৫ থেকে ২৭ শে জুলাই এই তিনজন দেশের প্রতিনিধিত্ব করে দেশকে সোনা এবং ব্রোঞ্জ উপহার দিয়ে গতকালই বাড়ি ফিরেছেন।
আর আজ ৩ সোনার ছেলেমেয়েকে এবং তাদের প্রশিক্ষককে সংবর্ধনা জানানো হলো হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন চন্ডীতলার এসডিপিও তমাল সরকার,চন্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ, সাব ইন্সপেক্টর রথীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক পুলিশ আধিকারিকগণ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও তমাল সরকার জানান আগামী দিনে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকে চালিয়ে যাক। আগামী দিনে প্রশাসন তাদের পাশে থাকবে। স্বাবলম্বীর দ্বিতীয় ধাপে এদের কাজে লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *