
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের রাখি উৎসব। কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড ভেলতে প্রতিবছরের মতন এ বছরও ক্যান্সার আক্রান্ত শিশুরা একে অপরের হাতে পরিয়ে দিল রাখি।। বিভিন্ন সমাজসেবী সংগঠনের উদ্যোগে ২০১৭ সাল থেকে এই রাখি বন্ধন উৎসব হয়ে আসছে হেমাটোলজি বিভাগে। জানিয়ে রাখা ভালো সারা বছর এই ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে এমন একজন মহিলা কাজ করেন যে নিজেও ক্যান্সার সারভাইভার। মেহেদির বাসিন্দা ঐন্দ্রিলা ব্যানার্জি প্রতিদিন যাতায়াত করে কলকাতার এই হাসপাতালে । ঐন্দ্রিলা ক্যান্সার আক্রান্ত হয় যখন তার বয়স ছিল নয়। বর্তমানে এখন সে ক্যান্সারকে লড়ে ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে কাউন্সিলর হিসেবে কাজ করছেন।












Leave a Reply