এনএসসিবিআই বিমানবন্দরে রক্ষাবন্ধন উদযাপন, সিআইএসএফ ও নিরাপত্তা বাহিনীকে কৃতজ্ঞতা জ্ঞাপন।

কলকাতা, ৯ আগস্ট ২০২৫ – নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রক্ষাবন্ধন উৎসব উদযাপিত হলো আন্তরিকতা ও দেশপ্রেমের আবহে। বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সিআইএসএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এই আয়োজন করা হয়।
আয়োজনটি যৌথভাবে করে বিমানবন্দরের প্রশাসন ও কল্যাণময়ী – এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া মহিলা কল্যাণ সমিতি, কলকাতা শাখা। কল্যাণময়ী দীর্ঘদিন ধরে বিমানবন্দর সম্প্রদায়ের মধ্যে সামাজিক সম্প্রীতি, সংস্কৃতি, জনকল্যাণ ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এদিন বিমানবন্দর পরিচালক ড. বেউরিয়া, কল্যাণময়ীর সদস্য এবং অন্যান্য অতিথিরা সিআইএসএফ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন ও ‘হার ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে তেরঙ্গা পতাকা বিতরণ করেন। আজাদি কা অমৃত মহোৎসবের অন্তর্গত এই উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তিতে প্রত্যেকের ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়।
ড. বেউরিয়া বলেন,

“আমাদের নিরাপত্তা কর্মীরা যাত্রী ও বিমানবন্দর পরিচালনার সুরক্ষায় দিনরাত কাজ করে চলেছেন, প্রায়শই পরিবার থেকে দূরে থেকে। রক্ষাবন্ধন তাদের সঙ্গে উদযাপন করা আমাদের কৃতজ্ঞতা ও স্নেহ প্রকাশের উপায়। হার ঘর তিরঙ্গা কর্মসূচি আমাদের সবার নাগরিক দায়িত্ব ও গর্বের কথা স্মরণ করিয়ে দেয়।”

আয়োজনটি শুধু উৎসবের আমেজই নয়, বরং বিমানবন্দর সম্প্রদায়ের মধ্যে ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *