
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- আজ কলকাতার ৬, মুরলীধর সেন লেনে আয়োজন করা হয় এক পবিত্র রাখি বন্ধন অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন সনাতনী জননেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আজকের এই উদ্যোগ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারী মহাশয় অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং রাখি বন্ধনের ঐতিহ্যকে সমাজে আরও প্রসারিত করার আহ্বান জানান। তিনি বলেন, রাখি শুধু একটি বন্ধন নয়, এটি ভাই-বোনের ভালোবাসা ও সমাজে শান্তি-সম্প্রীতির এক অমূল্য প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ, কর্মী ও সমর্থকরা উচ্ছ্বাসের সঙ্গে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখেন।












Leave a Reply