
কলকাতা, নিজস্ব সংবাদদাতা (শুক্রবার রাত):— পার্কস্ট্রিটের একটি জনপ্রিয় রেস্তরাঁয় আকস্মিকভাবে আগুন লাগে শুক্রবার রাত সাড়ে ৯টার পর। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটটি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর মেলেনি।
বিস্তারিত:
শুক্রবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ পার্কস্ট্রিটের এক নামী রেস্তরাঁয় আগুন লাগে বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের পরিবেশ, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
খবর পেয়ে প্রথমে তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুনের তীব্রতা বিবেচনা করে মোট আটটি ইঞ্জিন পাঠানো হয়। দমকলকর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে। কোনও ব্যক্তি আহত হননি বলে দমকল সূত্রে খবর।












Leave a Reply