
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাখি পূর্ণিমা উপলক্ষে সম্প্রীতির বার্তা দিয়ে সকল ধর্মের সকল সম্প্রদায়ের সকল স্তরের মানুষকে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে ফালাকাটা ব্লক জটেশ্বর চৌপথি এলাকায় এই রাখি বন্ধন উৎসব পালিত করা হয়। এদিন পথ চলতি মানুষদের রাখির পরিয়ে মিষ্টি মুখ করিয়ে উৎসব পালন করা হয়। পাশাপাশি জটেশ্বর আউট পোস্টের পুলিশ আধিকারিকদের রাখি পড়ানো হয়। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জটেশ্বর ১ নম্বর অঞ্চল চেয়ারম্যান হৃষিকেশ দাস, অঞ্চল সভাপতি পঙ্কজ কুমার রায়, তৃণমূল নেতা মোস্তফা আলী সহ অঞ্চল নেতৃত্ব।












Leave a Reply