
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উৎসব মানেই মিলনের পরব, উৎসব মানেই আর রাখী উৎসব মানেই সকলকে একই সূত্রে গেঁথে নেওয়ার অনুস্থান। সেই রাখী উৎসবের আনন্দ থেকে কেউই যাতে বঞ্চিত না থাকে। সেই লক্ষ্যেই শনিবার রাখী উৎসবের সকালে বালুরঘাট থেকে রোটারি ক্লাব অফ আত্রেয়ী গ্রেটারের একদল সদস্য ২৫ কিমি দূরে হিলিতে পৌঁছান। সীমান্ত শহর হিলিতে অবস্থিত হিন্দু মিলন মন্দিরের আবাসিক ৩০ জন পড়ুয়াদের হাতে রাখী পড়িয়ে দেন তাঁরা। হিলির হিন্দু মিলন মন্দির আশ্রমের আবাসিকদের সাথে এদিনের রাখী উৎসবে পড়াশুনার সহায়ক খাতা কলমও উপহার দেন।
এদিন বালুরঘাট থেকে রোটারি ক্লাব অফ আত্রেয়ী গ্রেটারের সদস্যরা হিলির হিন্দু মিলন মন্দিরে উপস্থিত হন। সেখানকার আবাসিক অসহায় ৩০ জন পড়ুয়াকে রাখী পড়িয়ে তাদের হাতে খাতা কলম ও কেক উপহার দেন। পরিবার ও ভাইবোনদের থেকে দূরে আশ্রমে থেকে রাখী উৎসব পালন করতে পেরে যারপরনাই খুশি আবাসিকরা।












Leave a Reply