হুগলি, নিজস্ব সংবাদদাতা:- হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত (এইচএমকেপি) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি শনিবার হুগলির বল্লভিপুরে আগস্ট বিপ্লব স্মরণ সভার আয়োজন করে। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কৃষক-শ্রমিকদের নানা দাবিতে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
বিস্তারিত:
আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের উদ্যোগে আগস্ট বিপ্লব স্মরণ সভা পালিত হয়। মূল অনুষ্ঠানটি হয় হুগলী জেলার তারকেশ্বরের নিকট বল্লভিপুরে। সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক অশোক দাস। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শিব চন্দ্র পাজা, ঋষি পুরকাইত, ঋষি ঘোষাল, সমীর বারুই সহ বিভিন্ন নেতা। সভাপতিত্ব করেন নূর সাহেব।
সভায় আগস্ট বিপ্লবের পাশাপাশি জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলী, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল চন্দ্র সেন, মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্ত, দাশরথি তা সহ মহান স্বাধীনতা সংগ্রামীদের অবদান স্মরণ করা হয় ও তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
রাজ্য সাধারণ সম্পাদক অশোক দাস সভায় দাবি জানান —
- কৃষকদের ধানের সহায়ক মূল্য বৃদ্ধি
- আলুর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ
- কৃষক পরিবার কল্যাণ আয়োগ গঠন
- পরিযায়ী শ্রমিকদের সচিত্র পরিচয়পত্র প্রদান
তিনি ঘোষণা করেন, এসব দাবিতে প্রতিটি জেলায় ডেপুটেশন, ধর্না ও পদযাত্রা হবে। পাশাপাশি, দেশের ৮০% কৃষক ও শ্রমিক জনগোষ্ঠীর জন্য লোকসভা ও বিধানসভায় ন্যূনতম ৫০% প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে জাগরণ প্রচার চালাবে সংগঠন।
এছাড়াও উত্তরবঙ্গের বালুরঘাটে জেলা সভাপতি সজল অধিকারীর নেতৃত্বে আগস্ট বিপ্লব স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply