
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের রসকুণ্ডু শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসা ভক্তদের সেবার লক্ষ্যে জলছত্র ও সেবার আয়োজন করল রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজ, জানা গিয়েছে মেদিনীপুর শাখার উদ্যোগে এই দিন রসকুণ্ড মোড় সংলগ্ন ধবনী গ্রামে জল ঢালতে আসা ভক্তদের উদ্দেশ্যে জলছত্র ও সেবার আয়োজন করা হয়, পাশাপাশি ভক্তদের শারীরিক পরীক্ষা করার লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয় রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে।












Leave a Reply